• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইসলামপুরে ইউপি চেয়ারম্যান কর্মসৃজন ১১০দিনের কাজ পরিদর্শন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান আঃ রহিম বাদশা তার ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসুচির শুরু হওয়া ১১০দিনের কাজ পরিদর্শন করেছেন।
গত সোমবার উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মস্থান কর্মসূচির ৬টি ্রকল্প পরিদর্শন ও তদারকি সময় চেয়ারম্যান আঃ রহিমের সাথে ইউপি সদস্য্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত ৪ ফেব্র“য়ারী থেকে একযোগে ইসলামপুর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির ১১০দিনের কাজ শুরু হয়। প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকরা কায়িক পরিশ্রমে মাথাপিছু ৪০০টাকা দৈনিক মজুরিতে প্রকল্পের মাটি কাটার কাজ করানোর কথা প্রকল্পের কার্যাদেশে রয়েছে। ১১০দিনের কর্মসৃজন প্রকল্পে গোয়ালেরচর ইউনিয়নসহ ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নে ৯৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ২হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ১২কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল