• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেশে খাদ্যের কোন সংকট নেই : মুরাদ হাসান এমপি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শতাধিক প্রান্তিক কৃষকের মধ্যে সরকারি প্রণোদনা উন্নত জাতের ধানের বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ ডাক্তার মুরাদ হাসান এমপি।

এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

কৃষক সমাবেশে প্রধান অতিথি মুরাদ হাসান এমপি বলেন, দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। দেশ এখন খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। কৃষকদের ক্ষতিপূরণে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করতে বাড়ির আঙ্গিনাসহ সব জায়গাতেই সবজি ও সফল আবাদ করতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল