• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাজিপুরে ১০ মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

কাজিপুর প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধের বিজয়ের মাস উপলক্ষে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে । 

১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (টিয়ার) সঞ্চালনায়  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্থানীয় ১০ বীর মুক্তিযোদ্ধাকে ফুলের শুভেচ্ছা , ব্যাচ ও পতাকা সম্মাননা সংবর্ধনা প্রধান করা হয় । বাংলাদেশ স্বাধীনতায় জীবন বাজি রাখায় স্কুল প্রাঙ্গণে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধা প্রজন্ম ও পরিবারবর্গদের ও ফুলের শুভেচ্ছা জানান হয়।পরে মুক্তিযুদ্ধে স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কাচিহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওত হোসেন, হরিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল করিম, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও পরিবারবর্গ। মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা নিয়ে স্মৃতি করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

আলোচনা শেষে উপজেলা ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে জাতীয় পতাকা প্রদান করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল