• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

২৫৫ দরিদ্র- মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পেলো  বিভিন্ন শিক্ষা উপকরণ।  স্বেচ্ছাসেবী সংগঠন দি ফ্রেন্ডস্ এসোসিয়েশনের উদ্যোগে এই উপকরণ বিতরণ করা হয়। 
রোববার দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার।
সংগঠনটির প্রচার সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, দি ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সহ-সভাপতি শিক্ষক কামাল পাশা পাভেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি সাজেদুল করিম প্রমুখ।

সবশেষ সংগঠনটিতে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে বিশেষ কৃতিত্ব রাখায় সংগঠনের পাঁচ জন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল