• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে সাংস্কৃতিক সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ণ ও হত্যার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে উদীচী জামালপুর জেলা সংসদের উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে ২ জুলাই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।

ঘন্টাব্যাপী চলা সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি ও জামালপুর প্রেসক্লাবের প্রতিনিধি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মারুফ আহম্মেদ খান মানিক, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি তারিকুল ফেরদৌস প্রমুখ।

সমাবেশে উদীচীর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন ও প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন। বক্তারা অবিলম্বে শিক্ষক হত্যা ও নির্যাতনের সাথে যুক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি কিশোর গ্যাং থেকে শুরু করে পরিকল্পিতভাবে দেশ ও সমাজকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সমূলে উৎপাটন করার আহ্বান জানানো হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল