• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

জামালপুর শহরের যানজট নিরসনে ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। ১৭ জানুয়ারি বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান।

এ সময় যানজট নিরসনে পৌরসভার আইন অমান্যকারী ২৩ জন অটোচালককে ৩০০ টাকা ও মাস্ক না পড়ায় সাধারণ যাত্রীদের ১০ জনকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপ্রেক্টর সাইফুদ্দিন, কাউন্সিলর আলী আজাদ মোল্লা, রাজিব সিংহ সাহা, মাসুদুর রহমানসহ অন্যান্য কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জামালপুর পৌরসভার উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল