• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মেলান্দহে তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

জামালপুরের মেলান্দহে ২০২১-২২ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মেলান্দহ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন ও সনদ বিতরণ করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলার উপ-পরিচালক নিতাই চান্দ্র বণিক।

উপস্থিত ছিলেন- জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল আজম খান, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা খাইরুল আমিন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং কর্মকর্তা রেজাউল বারী, মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ নিতে আসা উপজেলার দুরমুট ইউনিয়নের ফরিদ হোসেন জানান, তেল জাতীয় ফসল উৎপাদন সম্পর্কে আগে কিছুই জানতাম না এখন প্রশিক্ষণ নিয়ে অনেক কিছু শিখতে পারলাম।

ঘোষেরপাড়া ইউনিয়নের প্রশিক্ষণার্থী জিয়াউল হক বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিনগুলোতে আমরা আরও বেশি তেল জাতীয় ফসল উৎপাদন করতে পারবো।

এ প্রকল্পের আওতায় উপজেলার মোট ৫০ জন কৃষকের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল