• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেওয়ানগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১-২২2 অর্থবছরে রবি মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রীড এবং উচ্চফলনশীল (উফসী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ৩ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

২৪ নভেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল