• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর জামালপুর উদীচীর আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।

জামালপুর দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহারুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বণিক, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর অন্যতম সদস্য সন্তোষ কুমার রাজভর।

সমাবেশটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বক্তব্যের পাশাপাশি গণসংগীত ও প্রতিবাদী কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এবং সকল প্রকার উগ্রবাদ ও ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল