• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দূর্গাপুজার আইনশৃংখলা পরিস্থিতি পরিদর্শনে রংপুরের রেঞ্জ পরিচালক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

১৪ অক্টোবর বৃহস্পতিবার আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার পুজামন্ডপের আইন-শৃংখলা রক্ষার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও পুজা মন্ডপ কমিটি’র সাথে মত বিনিময় করেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র দায়িত্বপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান। 

এবছর কুড়িগ্রাম জেলায় ৫৫৪টি পুজা মন্ডপে ৭৩টি মোবাইল টিমে ৮৪০ জন আনসার ও ভিডিপি সদস্য ৭৩টি মাইক্রোবাসে মোবাইল টিমের মাধ্যমে পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। 

তিনি পর্যায়ক্রমে রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার পূজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করে যাচ্ছেন। 

তিনি ১২ অক্টোবর লালমনিরহাট জেলার ও ১৩ অক্টোবর রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার পূজামন্ডপের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় তিনি জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদেরকে পূজামন্ডপ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহবান জানান। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল