• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

উল্লাপাড়ার মন্দিরে মন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন পৌর মেয়র

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

উল্লাপাড়ার পৌরসভার মন্দিরে মন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম। বুধবার রাতে পৌরসভার বিভিন্ন মহল্লায় অনুষ্ঠিত ২৭ টি পূজা মন্ডবে মেয়র এ সমস্ত অনুদানের চেক বিতরণ করেন।

পৌরসভার ঘোষগাঁতী মহল্লার মাতৃমন্দিরে চেক বিতরণ অনুষ্ঠানে মেয়র নজরুল বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

বছর ঘুরে আবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা।

দূর্গাপূজার এই মাহেন্দ্রক্ষনে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা ও শুভ শারদীয়া। 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলাম বুধবার রাতে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপুজা উপলক্ষে পৌরশহরের ঘোষগাঁতী মহল্লার মাতৃমন্দিরে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী সুভাষ দত্তের সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর এস. এম. আমিরুল ইসলাম আরজু, রেজাউল করিম, আজাদ হোসেন প্রমুখ। 

পৌরসভার ২৭ টি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের চেক তুলে দেন মেয়র। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল