• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

“অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে আসুন সোনার বাংলা গড়ে তুলি”

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

আসুন, অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। বছর ঘুরে আবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। দূর্গাপূজার এই মাহেন্দ্রক্ষনে উল্লাপাড়ার সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা ও শুভ শারদীয়া। ঢাকা সুপ্রিম কোর্টের আওয়ামী আইনজীবী ফোরামের নেতা এ্যাড. আব্দুল আলীম জুয়েল মঙ্গলবার রাতে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপুজা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের ঘোষগাঁতী মহল্লার মায়া মন্দিরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু কৃষ্ণ কুমার কুন্ডু'র সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহবুব সরোয়ার বকুল, নবী নেওয়াজ খাঁন বিনু, মোকলেছুর রহমান ডাবলু ও আব্দুল মোমিন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই মন্দিরের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু সুজিত কুমার ঘোষ। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল