• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বকশীগঞ্জ ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন সাংসদ আবুল কালাম আজাদ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বকশীগঞ্জ  উপজেলায় ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ’ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন জামালপুর ১ আসনের বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জের  সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

আজ মঙ্গলবার ১৪ই সেপ্টেম্বর সকালে জামালপুর জেলার বকশীগঞ্জ  উপজেলার গোয়ালগঁাও  হিজড়া সম্প্রদায়ের ঘর পরিদর্শন করেন। 

এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন বকশীগঞ্জ উপজেলর চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,   বকশীগঞ্জ  থানার ওসি মো. শফিকুল ইসলাম সম্রাট, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ উপজেলা  আওয়ামীলীগের সহসভাপতি ইন্জিনিয়ার নূরল আমিন ফোরকান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর  সেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সায়ুম প্রমূখ ও  সাখাওয়াত হোসেন সাখা সহ আরো অনেকেই,। 
পরে  ঘর পরির্দশণ শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এছাড়াও একই দিনে সাধুরপাড়া শান্তিনগর বাইতুল আমান জামে মসজিদ নির্মান কাজ পরিদর্শন করেন ও  উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল