• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বকশীগঞ্জে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

জামালপুরের বকশীগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান লকডাউন কার্যকর করতে পথচারী, নিষেধাজ্ঞা অমান্য করে ঘর থেকে বের হওয়া, অকারণে শহরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে নয় হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। 

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, সরকারের দেওয়া বিধি নিষেধ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। আমরা মাঠে আছি, আপনারা ঘরে থাকুন। আপনার নিজের জীবন, পরিবারের কথা ভেবে হলেও আপনারা ঘরে থাকুন।

 

এসময় তিনি সকলকে ঘরে থাকার পরামর্শ প্রদান করেন এবং সরকারের দেওয়া নিষেধাজ্ঞা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। 

 

বকশীগঞ্জ থানা পুলিশ, বিজিবি সদস্য ও বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল