• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না - ধর্ম প্রতিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন-বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। আপনি খাবারের পেছনে নয় খাবার আপনার পেছনে ছুটবে। এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। 

 

তিনি সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন।

 

তিনি আরো বলেন- খাদ্যের সাথে সাথে যাতে পুষ্টির নিশ্চয়তা হয় এবং মানুষ যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়- সেটাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সেজন্য তাদের দোরগোড়ায় আমরা চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি, কেউ পুষ্টিহীনতাতেও ভুগবে না, সেজন্য মায়েদেরকেও আমরা মাতৃত্বকালীন আর্থিক সাহায্য দিচ্ছি।

 

বাংলাদেশের মানুষ যেন কোন কষ্ট ভোগ না করে সেজন্য সরকার নানা প্রণোদনা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই দেশের দরিদ্র জনগণ যারা করোনার জন্য কোন কাজ করতে পারেনি তাদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। যারা হাত পেতে টাকা নেবে না, কিনে খেতে চায় অথচ বেশি টাকাও নেই তাদের জন্য আমরা ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে উন্নত বিশ্বের কাতারে দাড়াতে সকলের সহযোগীতা কামনা করেন।

 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমূখ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল