ব্যাটিং বিপর্যয়ে হারল টাইগাররা
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লকি ফার্গুসনের দল।
শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। যেখানে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৮ রানেই গুটিয়ে যায় লিটন দাসের দল। এতে ৮৬ রানের জয় তুলে নিয়েছে কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই লেগ বিফরের ফাঁদে পড়েন টাইগার ওপেনার লিটন দাস। কিন্তু ফিল্ড আম্পায়ার ইরাসমাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সে যাত্রায় রক্ষা পান টাইগার অধিনায়ক। কিন্তু ম্যাচের ষষ্ঠ ওভারের শেষ বলে কাইল জেমিনসনকে ডিপ থার্ড দিয়ে উড়ে মারতে গিয়ে রবীন্দ্রর তালুবন্দী হন তিনি। সাজঘরে ফেরার আগে ৬ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসেন তানজিদ হাসান তামিম। উইকেটে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন তিনি। কিন্তু ম্যাচের ১১তম ওভারে ইশ শোধির লকি ফার্গুসনের তালুবন্দী হন জুনিয়র তামিম (১৬)। একই ওভারের শেষ বলে শোধিকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য (০)।
পরে উইকেটে আসেন তাওহীদ হৃদয়। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই শোধির ঘূর্ণিতে বোল্ড হয়েছেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন এ ডানহাতি ব্যাটার।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে টাইগাররা। তবে তামিম-রিয়াদ জুটিতে আশার আলো দেখে স্বাগতিকরা। তবে এ জুটিতে আঘাত হানেন ইশ শোধি। টাইগারদের সাবেক অধিনায়ককে তিনি টম ব্লান্ডেলের তালুবন্দী করেন। আউট হওয়ার আগে ৪৪ রান করেন তিনি।
এরপর উইকেটে থিতু হয়েও সাজঘরে ফেরেন শেখ মাহেদী (১৭)। তার বিদায়ে টাইগার ব্যাটাররা শুধু আসা যাওয়ার মধ্যে ছিলেন। একে একে মাহমুদউল্লাহ (৪৯), হাসান মাহমুদ (০), নাসুম আহমেদ (২১) ও খালেদ আহমেদ (১) প্যাভিলিয়নের পথ ধরেন। এতে টাইগারদের ইনিংস থামে ১৬৮ রানে।
কিউইদের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন ইশ শোধি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। পরে সফরকারীদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন উইল ইয়ং এবং ফিন অ্যালেন। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা দু’জন।
ম্যাচের তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ দেন মুস্তাফিজুর রহমান। ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে লিটনের তালুবন্দী করে উইল ইয়ংকে সাজঘরে ফেরান ফিজ। আউট হওয়ার আগে ৮ বলে শূন্য রান করেন আগের ম্যাচে অর্ধ শতক পাওয়া ইয়ং।
উইলের বিদায়ে উইকেটে আসেন চাঁদ বোয়েস। এর পরেই কিউই শিবিরে ফের আঘাত হানেন ফিজ। এবার তার শিকার ফিন অ্যালেন (১২)। এরপর বাইশ গজে আসেন টম ব্লান্ডেল। তাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হেনরি নিকোলস। এ জুটির ব্যাট থেকে আসে ৯৫ রান। পরে ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন ব্লান্ডেল।
ম্যাচের ২৭তম ওভারের দ্বিতীয় বলে লিটনের ক্যাচ বানিয়ে ভয়ংকর হয়ে ওঠা নিকোলসকে ফেরান খালেদ। সাজঘরে ফেরার আগে ৬১ বলে ৪৯ রান করেন নিকোলস। পরে ক্রিজে আসেন রাচীন রবীন্দ্র। তবে উইকেটে থিতু হওয়ার আগেই মাহেদীর ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। এতে দুই বান্ডারিতে ১০ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন এ কিউই অলরাউন্ডার।
এরপর বাইশ গজে আসেন কোল ম্যাককোঞ্চি। এরপরই টম ব্লান্ডেলের স্ট্যাম্প উপড়ে ফেলেন হাসান মাহমুদ। বোল্ড হওয়ার আগে ক্যারিয়ার সেরা ৬৮ রান করেন এ ডানহাতি ব্যাটার। পরপর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে সফরকারীরা।
এরপর দলের হাল ধরতে উইকেটে আসেন ইশ শোধি। তাকে সঙ্গ দিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ম্যাককোঞ্চি। ম্যাচের ৩৯তম ওভারের প্রথম বলে নাসুমের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন তিনি। পরে আম্পারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান তিনি। কিন্তু তাতে সুফল পাননি, এতে ২০ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে।
এরপর উইকেটে আসেন কাইল জেমিনসন। দায়িত্ব নিয়ে দলীয় ইনিংস লম্বা করতে থাকেন তিনি। কিন্তু ম্যাচের ৪৫তম ওভারে শেখ মাহেদীর ঘূর্ণিতে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন কাইল (২০)। ম্যাচের শেষ মুহূর্তে শোধির ৩৫ রানের ক্যামিও ইনিংসে ২৫৪ রানে থামে সফরকারীরা।
এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন শেখ মাহেদী।

- স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহির মনোনয়ন বাতিল
- চার মাসে রাজস্ব আয় বেড়েছে ১৪.৩৬ শতাংশ
- হালাল পণ্য তৈরি, বিক্রিতে সনদ লাগবে
- দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২০৪
- তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার পরামর্শ
- তৈরি পোশাক শিল্পের উন্নয়নে নানামুখী পদক্ষেপ সরকারের
- যার জনপ্রিয়তা আছে সে জিতে আসুক
- গভীর সমুদ্র থেকে পাইপলাইনে তেল খালাসের যুগে বাংলাদেশ
- কিছু বিদেশি রাষ্ট্র চায় বাংলাদেশ যেন তাদের হুকুম মতো চলে: জয়
- কঠোর অবস্থানে ইসি
- ইসির নির্দেশে দুই জেলার ডিসি বদলি
- যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ‘বাংলাদেশ এভিনিউ’র উদ্বোধন আজ
- নভেম্বর পর্যন্ত রেকর্ড ১২ লাখ ৪ হাজার কর্মী বিদেশ গেছেন
- বিএনপির ৫২ নেতা দল ত্যাগ করে নির্বাচনে
- বৈদেশিক মুদ্রায় রাখা যাবে আমানত
- জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর
- কৃষি ঋণ খাদ্য নিরাপত্তায় সহায়ক
- জিয়াউর রহমান খুনি ছিলো
- আগামী ১৮ ডিসেম্বরের আগে নির্বাচনি প্রচারণার সুযোগ নেই : ইসি
- প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি
- প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়
- টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২লাখ ৬০হাজার পিস ইয়াবা ও আইস জব্দ
- ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী নিবেদিত প্রাণ
- কোটালীপাড়া মুক্ত দিবস আজ
- বিএনপির কালোহাত জনগণই ভেঙে দেবে: ওবায়দুল কাদের
- ডিপফেক থেকে সুরক্ষিত থাকার উপায়
- রংপুরে দ্রুত এগিয়ে যাচ্ছে সড়ক-সেতুর নির্মাণকাজ
- গাজার ভবিষ্যৎ কী হবে তা ঠিক করবে হামাস: এরদোগান
- দেশের জন্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
- নির্বাচনে দায়িত্ব পালন করবেন কারা, জানালেন ইসি সচিব
- সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
- অনলাইনে নির্বাচন ব্যবস্থা সহজ ও পরিশুদ্ধ হবে
- কমলো সরকারিভাবে হজের খরচ
- বিএনপি পারে শুধু ভোট চুরি করতে: প্রধানমন্ত্রী
- চোরাগোপ্তা হামলায় সরকার ফেলা যায় না
- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর
- যমুনায় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ ৭৩ ভাগ শেষ
- বরিশাল হবে শান্তির নগরী: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জনগণকে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান
- ‘আঞ্চলিক হাবের’ কাজ শুরু
- বাংলাদেশকে ১০ লাখ ডেঙ্গু টেস্টের কিট দেবে চীন: স্বাস্থ্যমন্ত্রী
- সায়মা ওয়াজেদকে রাষ্ট্রপতির অভিনন্দন
- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের চূড়ান্ত সময়সূচি
- সংবিধান বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনেরই দর্পণ: স্পিকার
- ঢাকা-কক্সবাজার ট্রেনে ভাড়া নির্ধারণ
- প্রধানমন্ত্রীর মসজিদে নববী জিয়ারত
- ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য
- সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা
- বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করুন: প্রধানমন্ত্রী
