• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

রাজবাড়ীতে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুরে সদর উপজেলার বানিবহ, মাটিপাড়া ও বেলগাছি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, রাজবাড়ী জেলা পুলিশ ও রাজবাড়ী চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি।

এসময় প্রতিশ্রুত পণ্য বিক্রয় বা সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মাটিপাড়া বাজারের মেসার্স হালিমা মেডিকেল হলকে ৪ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বানিবহ বাজারের মানিক স্টোরকে এক হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে বেলগাছি বাজারের বিশাল ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ও মাটিপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল