`মুজিব গ্রাফিক নভেল` সপ্তম খণ্ড প্রকাশিত
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ২৩ জুলাই ২০২০

প্রকাশ পেলো 'মুজিব গ্রাফিক নভেল' সপ্তম খণ্ড। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে মোট ১০ খণ্ডে সমাপ্ত হবে এই গ্রাফিক নভেল সিরিজ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশিত এই গ্রাফিক নভেল সরাসরি তত্ত্বাবধান ও পরিবর্তন-পরিমার্জন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিআরআই জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের মধ্যেই এই গ্রাফিক নভেলের ১০ খণ্ড সম্পন্ন করা হবে। সেই সঙ্গে সবগুলো খণ্ড একত্রে একটি ভলিউমে প্রকাশ করা হবে। বঙ্গবন্ধুর সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন হিসেবে এই গ্রাফিক নভেল কাজ করবে। বাংলা ছাড়াও ইংরেজি, জাপানিজ এবং আরও বেশ কিছু ভাষায় অনুবাদ করা হবে এই গ্রাফিক নভেল। যার মাধ্যমে সারাবিশ্বের মানুষ জানতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
সিআরআই জানায়, ছোটবেলায় আমরা অনেক বিখ্যাত মনীষীর সচিত্র বই পড়েছি। ছোটদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধুকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এ রকম সচিত্র বই প্রকাশ করছি। মহাত্মা গান্ধী, আব্রাহাম লিংকন, নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ববরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে জীবনীভিত্তিক সচিত্র উপন্যাস বা কমিক নভেল সিরিজ প্রকাশিত হয়েছে। জাতির পিতার জীবনী, কৃতিত্ব ও অবদান নিয়ে তথ্যবহুল ও পরিচিতিমূলক প্রকাশনা 'মুজিব গ্রাফিক নভেল'।
সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস জানান, মুজিব গ্রাফিক নভেলের প্রতিটি সংখ্যা খুঁটিনাটি দেখে দেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই নভেলের প্রকাশক আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই। তিনি জানান, গ্রাফিক নভেলের স্বাভাবিক প্রয়োজনে সংলাপ জুড়ে দেওয়া হয়েছে, নতুন করে ছবি আঁকতে হয়েছে। কিন্তু তা যেন 'অসমাপ্ত আত্মজীবনী'র বর্ণনাকে কোনোভাবেই বিকৃত না করে, এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। প্রধানমন্ত্রী বিষয়টি সিরিয়াসলি দেখেন।
সিআরআইয়ের ক্রিয়েটিভ এডিটর ও সিরিজের এডিটর শিবু কুমার শীল জানান, ২০১৪ সাল থেকে এই গ্রাফিক নভেলের কাজ নিয়ে গবেষণা শুরু হয়। বঙ্গবন্ধুর দৌহিত্র ও গ্রাফিক নভেলের প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক ও সহ-প্রকাশক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আগ্রহে সিআরআইয়ের দু'জন ট্রাস্টি ২০১৫ সাল থেকে কাজটি পুরোদমে শুরু করি।
এদিকে গ্রাফিক নভেলের শিল্পী রাশেদ ইমাম তন্ময় জানান, বড় চ্যালেঞ্জ ছিল, বঙ্গবন্ধুকে মানুষ কীভাবে দেখে, সেই ভাব ফুটিয়ে তোলা। আমি কীভাবে দেখি, সেটা গুরুত্বপূর্ণ নয়। কারণ তরুণ বয়সের মুজিবকে তো সবাই দেখেননি, কিন্তু তার তরুণ বয়সের কার্যক্রম সবার মনে একজন মুজিবকে এঁকে দিয়েছে। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।
গ্রাফিক নভেল 'মুজিব' দারুণ জনপ্রিয় শিশু-কিশোরদের কাছে। এই সিরিজের পঞ্চম পর্ব হাতে নিয়ে পড়ছিলেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তাবজিরুল ইসলাম। গ্রাফিক নভেল 'মুজিব'-এর প্রথম পর্ব যখন প্রকাশ পায় তখন হাইস্কুলের শিক্ষার্থী সে। তার মামার দেওয়া উপহার প্রথম পর্ব হাতে পাওয়ার পর প্রতিবছর সে অপেক্ষা করেছে এই সিরিজের পরবর্তী পর্বের জন্য। বই হাতে নিয়ে এই খুদে পাঠক বলেন, 'এই কমিক একেবারেই অন্যরকম। এটি পড়তে গেলে মনে হয়, আমিও বুঝি সেই সময়ে চলে গেছি। বিশেষত তার বাবার সঙ্গে ফুটবল খেলার অংশটুকু খুব ভালো লেগেছে।'
২০১৮ সালের বইমেলায় এসে প্রথম গ্রাফিক নভেল 'মুজিব'-এর সঙ্গে পরিচয় হয় তাজরিয়ান আহমেদের। এরপর থেকে প্রতি বইমেলায় এসে এই বইয়ের খোঁজ করেন এ খুদে পাঠক। কেন 'মুজিব' গ্রাফিক নভেল ভালো লাগে- জানতে চাইলে তাজরিয়ান বলেন, 'ছোটবেলা থেকে আমার দাদার কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক গল্প শুনেছি। তিনি যেভাবে গল্প বলতেন, এই বইতেও একইভাবে আমি গল্পের মুজিবকে দেখতে পাই। আর সেসঙ্গে অনেক কিছু শিখতেও পারছি এখান থেকে।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কথা জানা থাকলেও এই গ্রাফিক নভেল 'মুজিব' পড়ার পর সত্যিকারের বঙ্গবন্ধুকে সামনে দেখতে পেয়েছে বলে জানায় নবম শ্রেণির শিক্ষার্থী ঐশী। এই শিক্ষার্থী জানায়, 'শুধু বইয়ে পড়া তথ্যে বঙ্গবন্ধুকে দেখা যায় না। তার কথা মুখস্থ করলেও আসল বঙ্গবন্ধুকে দেখতে পাইনি কখনও। কিন্তু এই গ্রাফিক নভেলে আমি বঙ্গবন্ধুকে দেখতে পাই। সেসঙ্গে তার সম্পর্কে যা জানি আমি, তা যেন বাস্তবে দেখা যায় এই গ্রাফিক নভেল বইগুলোর পাতায়।
এদিকে তৃতীয় শ্রেণির রাইসা ও দ্বিতীয় শ্রেণির রাইয়্যানের হাতেও দেখা যায় গ্রাফিক নভেল মুজিব। তারা মাত্র ভালো করে পড়তে শিখেছে। আর সে কারণেই গ্রাফিক নভেলের লেখা এবং ছবিগুলো তাদের কাছে অনেক ভালো লাগে। গ্রাফিক নভেল 'মুজিব' বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের ছবিগুলো দেখতে অনেক ভালো লাগে। সময় পেলে পাতা উল্টিয়ে একসঙ্গে বসে ছবিগুলো দেখি আমরা।
বঙ্গবন্ধুর জীবনের অসামান্য দলিল 'অসমাপ্ত আত্মজীবনী'। ১৯৬৬ থেকে ১৯৬৯ সালে কেন্দ্রীয় কারাগারে রাজবন্দি হিসেবে থাকার সময় নিরিবিলি সময়ে আত্মজীবনী লিখেছেন তিনি। তবে তার লেখা চারটি খাতা হারিয়ে গিয়েছিল! দীর্ঘ সময় পর ২০০৪ সালে এগুলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে আসে। এর কিছুদিন আগেই শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। হামলায় নিহত হন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী। চারটি খাতা পাওয়ার পর তার প্রবল উচ্ছ্বাসের কথা বইটির ভূমিকায় লিখেছেন শেখ হাসিনা, 'খাতাগুলো পেয়ে আমি তো প্রায় বাকরুদ্ধ। এ হাতের লেখা আমার অতি চেনা। ছোট বোন রেহানাকে ডাকলাম। দুই বোন চোখের পানিতে ভাসলাম। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পিতার স্পর্শ অনুভব করার চেষ্টা করলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তার পরই এই প্রাপ্তি। মনে হলো যেন পিতার আশীর্বাদের পরশ পাচ্ছি।'
শিশু-কিশোরদের কাছে স্বল্প ভাষায় গল্পের ছলে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিচয় করিয়ে দিতে শুরু হয় গ্রাফিক নভেল 'মুজিব'-এর কার্যক্রম। বর্তমানে তা অনেক খুদে পাঠকের কাছে জনপ্রিয় একটি কমিক সিরিজ। এই বই প্রকাশের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। আর তাদের জন্যই মুজিববর্ষে সবক'টি বই নিয়ে ভলিউম প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকাশিত গ্রাফিক নভেল 'মুজিব' সিরিজের সাতটি খণ্ড অনলাইনে 'রকমারি'তে পাওয়া যাচ্ছে। এ ছাড়া মীনাবাজারের আউটলেট, চর্চার শোরুমসহ কয়েকটি স্থানে পাওয়া যাচ্ছে গ্রাফিক নভেল সিরিজটি। মুজিব শতবর্ষ উদযাপনের কেন্দ্রীয় ওয়েবসাইটে ছবিগুলো প্রদর্শন করা হচ্ছে।

- আশির দশকের স্মরণিকা ‘ফাগুনে স্ফুলিঙ্গ’র কারিগর আব্দুর রাজ্জাক
- রৌমারীতে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি
- উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
- ধুনটে কীটনাশকের অসতর্ক প্রয়োগে স্বাস্থ্য ঝুকিতে চাষি
- আবারও কমবে দেশের করপোরেট কর
- অর্থনীতি সচল রাখতে ঢেলে সাজানো হচ্ছে প্রণোদনা প্যাকেজ
- জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা
- ভাসানচর নিয়ে ইতিবাচক অবস্থান জাতিসংঘের
- করোনাকালে বিধিনিষেধের মধ্যেও এগিয়ে চলেছে মেট্রোরেলের কাজ
- আজ থেকে শুরু হলো ৮ গন্তব্যে বিমানের যাতায়াত
- চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল নির্মাণ করতে নতুন পরিকল্পনা
- চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় কভিড-১৯ হাসপাতাল
- ‘মুজিবনগর দিবস’ বাঙালি জাতির অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী
- বসুন্ধরার ৩১ কোটি টাকার হাসপাতাল উধাও, আসলেই সত্য নাকি গুজব!
- জামালপুরে এক অন্ধ ভিক্ষুকের পাশে দাড়িয়েছে মাই টিভি পরিবার
- জামালপুরে নিরাপদ দুরত্ব বজায় রেখে ভিজিডি চাল ও মাস্ক
- ভূঞাপুরে ফার্নিচার মিস্ত্রির লেখা ২০০ গান, চান প্রতিভার সুযোগ
- জামালপুরে লকডাউন বাস্তবায়নে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
- সখীপুরে খাস জমিতে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
- জামালপুরে ভূয়া ডিবি আটক
- উল্লাপাড়ায় ২ শতাধিক মানুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী উপহার
- ইসলামপুরে গ্রামীন জনপদে শহরের ছোঁয়া সন্ধ্যা নামতেই মেঠপথ আলোকিত
- গোয়ালের ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
- বকশীগঞ্জে ব্যারিস্টার সামির ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
- সারাদেশের ৩৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর `ঈদ উপহার`
- লকডাউনে কঠোর বাংলাদেশ পুলিশ
- সেবা পেতে রিটার্ন জমা স্লিপ বাধ্যতামূলক করা হচ্ছে
- ৪ হাজার কোটি টাকা চেয়ে এডিবিকে চিঠি
- আরও ৫ সেবা যুক্ত হলো বিডায়
- আটকেপড়া এক লাখ প্রবাসীর জন্য কাল থেকে বিশেষ ফ্লাইট
- তুমি বইলো হ্যাঁ আমি সব জানি: ফোনালাপে স্ত্রীকে মামুনুল
- বাংলাদেশ সেনাবাহিনীকে এক লাখ টিকা উপহার দিলেন ভারতীয় সেনাপ্রধান
- ওড়াকান্দিতে স্কুল বানিয়ে দেবে ভারত
- ১ বছর আগের ভিডিও লাইভ করছে বর্তমানের দাবি করে:দিশেহারা হেফাজত
- করোনায় ৫৭২ কোটি টাকা পাবেন কর্মহীনরা
- ঈদুল ফিতরে ১ কোটি ১০ হাজার পরিবারকে সহায়তা দেবে সরকার
- এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ বাংলাদেশের
- বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের কৃতিত্ব শেখ হাসিনার: ডিপ্লোম্যাট
- করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ১৮ দফা নির্দেশনা
- জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক পরার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
- আজ ২৫ মার্চ, বাঙালি নিধন মহাযজ্ঞের কালো রাত্রী
- করোনার টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা দেবে এডিবি
- রমযান ও ঈদে চট্টগ্রামের ৩ লাখ পরিবার পাবে নগদ অর্থ সহায়তা
- ‘৭১এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললেন সাবেক রাষ্ট্রদূত
- বঙ্গবন্ধুর গান্ধী শান্তি পুরস্কার গ্রহন করলেন শেখ রেহানা
- মেগা প্রকল্পে বদলাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল
- বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়: হুন সেন
- সারাদেশের সোয়া কোটি পরিবার পাবে খাদ্য সহায়তা
- “বঙ্গবন্ধুর ‘সোনার বাংলার’ স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা”
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
