• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মাদক কারবারির ৫ বছরের জেল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

চট্টগ্রামে মাদক মামলায় মো. আবদুল্লাহ নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার সিকদারা মন্টুখর এলাকার আবুল হোসেনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার আসামি মো. আবদুল্লাহকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৯ এপ্রিল নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে ২০০ ইয়াবাসহ মো. আবদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন বাকলিয়া থানার তৎকালীন এসআই মো. আব্দুল করিম। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১৪ সালের ১২ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল