বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে বিশ্ব : শেখ হাসিনা
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটে আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনার সুযোগ পাওয়ায় বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ, স্বনির্ভর এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠছে। আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশ স্বনির্ভর ও উন্নত হয়ে গড়ে উঠেছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
গতকাল সোমবার গণভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করেন।
ইংরেজি নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার সুযোগের পরিপ্রেক্ষিতে একটা বিষয় সুস্পষ্ট হয়েছে যে, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে; যেটি অতীতে ছিল না। বাংলাদেশ নাম বললেই ঝড়, বন্যা আর দারিদ্র্যের দেশ বলে বিশ্বের অনেকেই মনে করতেন। বিশ্বে এখন বাংলাদেশ দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, স্বাস্থ্য সুরক্ষাসহ মানুষের জীবনমান উন্নয়নে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
চতুর্থবারের মতো ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সীমিত সম্পদ এবং বিশাল জনসংখ্যাকে কাজে লাগিয়েই তার সরকার দেশকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে চায়। যতটুকু সম্পদ আছে, তা নিয়েই দেশের বিশাল জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলেছিলেন 'আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না।' নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান করতে পারায় আজকে বিশ্বে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে আসীন হয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে বাংলাদেশ- এই একটি সিদ্ধান্তই সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ আর পরনির্ভরশীল নয়।
তিনি বলেন, 'পদ্মা সেতু প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করার পেছনে আমাদের দেশেরই স্বনামধন্য কিছু লোক জড়িত, যেটা আমাদের দুর্ভাগ্য। একটি ব্যাংকের সামান্য একটি এমডি পদের লোভে একটি দেশের সার্বিক উন্নয়নে যেটি বিরাট ভূমিকা রাখতে পারে, যে পদ্মা সেতু আমাদের দক্ষিণের ২২টি জেলার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি শতকরা ২ শতাংশ বাড়িয়ে দিতে পারে, সেটি বন্ধের ব্যবস্থা নিয়েছিল। যা হোক, একটি আঘাত এলে হয়তো মানুষ সচেতন হয় এবং নিজের কাজ করা শেখে, আমরা সেটাই শিখেছি।'
তিনি আরও বলেন, 'ওই আঘাতটা আসায় আমরা হতাশ না হয়ে বরং সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দিই এবং যেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে।'
প্রধানমন্ত্রী বলেন, কভিড-১৯-এর জন্য জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মসূচি ঘটা করে পালন করতে না পারলেও দেশের সব জনগণকে একটি ঘর করে দেওয়ার মাধ্যমে দেশের সব ভূমিহীন, নিঃস্ব, হতদরিদ্র পরিবারকে পুনর্বাসন করাই সরকারের লক্ষ্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না। আমরা প্রত্যেক ঘরে আলো জ্বলাব। '
তিনি আরও বলেন, জনগণের শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলো তার সরকার পূরণ করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেভাবেই দেশকেও এগিয়ে নিয়ে গিয়ে জাতির পিতার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে। জাতির পিতা দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনকালে বলেছিলেন, এ দেশের মাটি এবং মানুষ রয়েছে, তা দিয়েই তিনি দেশকে গড়ে তুলবেন- সে কথা মাথায় রেখেই তার সরকার কাজ করে যাচ্ছে।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন চলমান রাখা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সমাগত হওয়ায় এটিকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন।

- আপনার সাহায্য বাঁচাতে পারে মির্জা মোহাম্মদ ইয়াকিনকে
- ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৯১ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর
- উন্নয়ন দেখতে বাংলাদেশে আসতে চান বেলজিয়ামের রাজা
- ধনবাড়ীতে মেয়র পদে সাবেক যুবলীগ নেতার জয়
- মেলান্দহে শীতার্তদের মাঝে কম্বল দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা
- সরিষাবাড়ীতে নৌকায় ভোট চাইলেন তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি
- দুর্গম চরে জ্বলছে আশার আলো
- ফলন বৃদ্ধি পাচ্ছে ফসলের
- সিকৃবির অভয়াশ্রমে রক্ষা দেশীয় মাছ
- তিস্তা ব্যারাজের কমান্ড এলাকায় শুরু হয়েছে সেচ কার্যক্রম
- বিলুপ্তপ্রায় মৃৎশিল্প ধরে রেখেছে বাঁশখালীর কুমারপাড়া
- কাজিপুর পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা
- রৌমারী উপজেলা শুভ সংঘের কমিটি গঠন
- পলাশবাড়ীতে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধণা প্রদান
- বেতন দিতে পারেনা, কিন্তু সবার কাছেই মোবাইল: এমপি আতাউর রহমান
- ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- উল্লাপাড়া পৌর নির্বাচনে ১০৬ বছর বয়সী বৃদ্ধ জড়িনার ভোট প্রদান
- ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি আবু আহমেদ
- পরীক্ষণ বিদ্যালয় পিটিআই কুড়িগ্রামের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
- টাঙ্গাইলে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা
- জামালপুরে শীতার্ত শ্রমিকদের কম্বল দিলেন আওয়ামী লীগ নেতা ছানোয়ার
- ভূঞাপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
- উল্লাপাড়া পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন
- শান্তিপূর্ণ পরিবেশে কাজিপুরে পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
- গাইবান্ধা ও সুন্দরগঞ্জে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শেষে চলছে গণনা
- ২০২২ সালের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে
- চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী তুরস্ক
- পৌর নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের
- মানুষের আস্থা-বিশ্বাস আছে বলেই ক্ষমতায় আছি: প্রধানমন্ত্রী
- দেশের ১৪ কোটি মানুষকে করোনা টিকা প্রয়োগে সরকারের মহাপরিকল্পনা
- আল্লামা শাহ আহমদ শফীর জীবনের শেষ তিনদিন
- আমাকে জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়েছিল: শফীপুত্র (ভিডিও)
- জামায়াত-শিবির আর জঙ্গিতে পূর্ণ হেফাজতের কমিটি
- পরিকল্পিতভাবে হত্যা করা হয় আহমদ শফীকে; নেপথ্যে বাবুনগরী-মামুনুল
- ভূঞাপুরে মনোনয়ন ফরম ক্রয় করলেন মেয়র মাসুদ
- টাঙ্গাইল পৌর নির্বাচনী প্রচারনায় স্কুল ছাত্র সংসদের আহ্বায়ক
- টাঙ্গাইল পৌর নির্বাচনে ভোট চাইলেন স্কুল ছাত্র সংসদের আহবায়ক
- স্বপ্নপূরণের পথে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর
- সন্তান ছেলে জানার পর জমকালো উৎসব পিয়া জান্নাতুলের
- জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
- টাঙ্গাইলে মধু আহরণের ধুম
- আজ ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
- কালিহাতী ও এলেঙ্গা যুবদলের কমিটি বাতিলের দাবি
- ইসলামপুরে কুলকান্দি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেলেন শেরে-বাংলা পদক
- গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী হবে দ্বিতীয় সিঙ্গাপুর
- নাগরপুরে ধলেশ্বরী নদীর মাটি কাটা বন্ধে পুলিশি অভিযান
- শতভাগ বিদ্যুতের আওতায় টাঙ্গাইল
- ধনবাড়ী পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী তপন
- বড় বোনের গর্ভে ছোট বোনের জন্ম
- ঘাটাইলে অসহায় শীতার্থদের মাঝে সেনা প্রধানের শীতবস্ত্র বিতরণ
