• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার আইন বাতিল আড়িয়াল বিল অবৈধ দখল মুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল মামলা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সীমান্ত হত্যা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার বিদেশি নাগরিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

ফেনীতে শেখ হাসিনাসহ ১৬২ জনের নামে হত্যা মামলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

ছাত্র হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ফেনী মডেল থানায় ১৬২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার বিকেলের দিকে নিহত মাহবুবুল হাসান মাসুমের ভাই মাহমুদুল হাসান বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিতে নয়জন ছাত্র-জনতা নিহতের ঘটনা ঘটে।
মামলার এজাহার অনুসারে, মাসুম হত্যা মামলায় আসামিদের তালিকায় দুই নম্বরে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এরপর রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে যথাক্রমে ৪ এবং ৫ নম্বর আসামি করা করা হয়েছে। মামলায় ১৬২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামী করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রথম চারজন আসামির প্ররোচণা, উস্কানি এবং নির্দেশে ৫ নম্বর আসামী অপরাপর আসামিদের নিয়ে শহরের মহিপালে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি এবং হামলা করে হত্যা করে।
এ প্রসঙ্গে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, মামলার কার্যক্রম চলছে। যথারীতি পরবর্তী কার্যক্রম চলবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী-জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে গুলিবর্ষণ করে। এঘটনায় ঘটনাস্থলে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯জন নিহত হয়। হত্যাকা-ের ঘটনায় ফেনী মডেল থানায় আজ বিকাল পর্যন্ত ৭টি হত্যা মামলা দায়ের করেছে নিহতদের স্বজনরা।