নারীর শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রাধিকারের ফল সংকটে মিলছে: সায়মা
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০

বিগত কয়েক বছরে শেখ হাসিনার সরকার স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানোর যে সুযোগ তৈরি করেছে, তার ফল প্রাণঘাতি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীকালে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন।
মঙ্গলবার একটি ভার্চুয়াল সেমিনারে যোগ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের এই উপদেষ্টা বলেন, “বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে নারীকে কেন্দ্রে রেখে ভালো ফল পেয়েছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী একজন নারী।
“এসব উদ্যোগের মাধ্যমে একটি প্রক্রিয়া গত দুই দশক ধরে বলবৎ আছে। মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যে যে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, এই সংকটের সময়ে ব্যাপক ব্যবহারের মাধ্যমে তার ফল আমরা দেখেছি।”
নারী ও মেয়েদের ওপর করোনাভাইরাসের অভিঘাত নিয়ে বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস আয়োজিত ভার্চুয়াল সেমিনারে বক্তব্য দেন সায়মা ওয়াজেদ হোসেন।
তিনি বলেন, “আমরা বাংলাদেশে এই কারণে সৌভাগ্যবান, আমাদের ইতোমধ্যে নারীদের জন্য কিছু সামাজিক নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আমাদের কমিউনিটি ক্লিনিক চালু রাখা হয়েছে। সংকটের সময়ে খোলা থাকা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রসূতি নারীরা অগ্রাধিকার পাচ্ছেন।”
প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মতো দেশে প্রযুক্তির বিকাশ ঘটলেও অনেক সময় নারীদের সেখানে অভিগম্যতা থাকে না, তারা সেটা কার্যকরভাবে ব্যবহার করতে পারছে না।”
তিনি বলেন, “নারী নেতৃত্ব থাকার কারণে নারী ও শিশুদের জন্য খাদ্য নিরাপত্তার বিষয় অগ্রাধিকার পেয়েছে। অনুদানের টাকা সরাসরি নারীদের কাছে যাওয়া নিশ্চিত করা এবং এটা তাদের জন্য সহজলভ্য করার ব্যবস্থা হয়েছে।
“আমাদের যে মোবাইলে আর্থিক সেবা আছে সেটাকে কাজে লাগানো হয়েছে। সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠীর জন্য একটা প্রক্রিয়া আমাদের আগে থেকেই ছিল।”
পড়াশোনা চালু রাখার বিষয়ে উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের যে সংসদ টেলিভিশন আছে সেটাকে বিনামূল্যে পড়াশোনার জন্য কাজে লাগানো হয়েছে। এটা বলা মানে এই না যে, সবার জন্য এটা কার্যকরী হয়েছে, তবুও এমন সুবিধা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “বাংলাদেশে সিস্টেমগুলো নারীদের অভিগম্যতার বিষয় মাথায় রেখে তৈরি করা হয়েছে। এমনিতে আমার মনে হয়, নারীরা বেশি সহনশীল, পরিবারে সমস্যার সমাধানকারী।”
পরিবারিক সহিংসতা ও নারীদের মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে করোনাভাইরাস সংকট মোকাবেলার পরামর্শ দিয়ে তিনি বলেন, “তারা যে অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে মূল্যায়ন করতে হবে।”
নারীদের ভূমিকার কথা তুলে ধরে সায়মা ওয়াজেদ বলেন, “পারিবারিক পরিমণ্ডল ব্যবস্থাপনার দায়িত্বে থাকার কারণে অন্য সদস্যদের খাবারের নিশ্চয়তা, অন্যদের দেখভালের বিষয়টি সংকটের সময় তাদের করতে হচ্ছে।”
নারীদের মানসিক স্বাস্থ্য সব সময় উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “গত কয়েক বছরে আমরা এটাকে প্রাধান্য দিয়েছি। এ কারণে তারা এখানে ভালো ফল বয়ে আনছে।
“বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখেছি, সেখানে ভয় কিছুটা কম, সেন্স অব কমিউনিটি বেশি এবং একে অন্যের প্রতি সহযোগী মনোভাবাপন্ন। তাদের বাড়িঘরের গঠনও ভিন্ন রকম। শহরে আমরা কিছুটা কনক্রিটের আড়ালে পড়ে থাকি।”
জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব হোজেফিনা স্টাবস বলেন, “অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের কার্যক্রমে নারীদের নিয়ে আসতে হবে। তবে তারা শিক্ষা, প্রযুক্তি অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। সে দিকটিতে অগ্রাধিকার দেওয়া দরকার।”
খাদ্য নিরাপত্তা ও পরিবারের ক্ষেত্রে তাদের অবদানকে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।
নারীদের ওপর করোনাভাইরাসের অভিঘাত তুল ধরে বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ক্যাথেরিন বার্টিনি বলেন, “নারীদের ওপর অসমানুপাতিক যে প্রভাব সমাজে রয়েছে, সেটিকে আরও তীব্র করেছে এই মহামারী। সেটা তার চাকরি থেকে শুরু করে পরিবার ব্যবস্থাপনা সব ক্ষেত্রে।
কোভিড-১৯ এর মতো সময়ে স্কুল ফিডিং ও ফুড ব্যাংকের ধারণার কার্যকারিতা প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এডুকেশন ক্যান নট ওয়েট (ইসিডব্লিউ) সংস্থার পরিচালক ইয়াসমিন শেরিফ সেমিনারে বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত ও সংকটের মধ্যে যেসব নারী বসবাস করছে, তারা অন্যদের তুলনায় বেশি কষ্টের মধ্যে রয়েছে।
“নারীদের মধ্যে পারিবারিক ব্যবস্থাপনাসহ কিছু বিষয়ে অতিরিক্ত যোগ্যতা রয়েছে, সেটাকে জাগিয়ে তোলার জন্য তাদের জন্য শিক্ষা নিশ্চিত করা জরুরি।”
বিশ্বব্যাপী নারীদের নেতৃত্বাধীন দেশ করোনাভাইরাস মোকাবেলায় ভালো করার উদহারণ টেনে উইমেন ডেলিভারের পলিসি ও অ্যাডভোকেসি বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক সুজান প্যাপ বলেন, “কারণ নারীরা সার্বিক দিক বিবেচনায় নেন।”
তিনি বলেন, “একদিকে ভালো নেতৃত্ব দেখতে পাচ্ছি, অন্যদিকে আন্তঃলৈঙ্গিক সামাজিক-সাংস্কৃতিক বৈষম্যও তীব্র হতে দেখা যাচ্ছে।”
এক প্রশ্নের জবাবে সুজান বলেন, “ছোট কথায় বললে, কোভিড-১৯ মোকাবেলায় পরিকল্পনার ক্ষেত্রে নারীদেরকে আমরা সেভাবে দেখছি না। তবে বড় পরিসরে হলে আমরা নারীদের অংশগ্রহণ দেখতে পাই। সাড়া দান ও উদ্ধার লাভের ক্ষেত্রে।”
গুয়ারিনি ইনস্টিটিউট অব পাবলিক অ্যাফেয়ার্সের উপদেষ্টা দোয়া আবদেল-মোতালের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইন্টার প্রেস সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা হক রহমান।

- দেশে আরো ১ সপ্তাহ বাড়তে পারে লকডাউন
- উল্লাপাড়ায় বিষ পানে নববধুর আত্মহত্যা
- ধুনটে ১৩ মাদক মামলার দুই আসামী গাঁজা সহ গ্রেপ্তার
- আশির দশকের স্মরণিকা ‘ফাগুনে স্ফুলিঙ্গ’র কারিগর আব্দুর রাজ্জাক
- রৌমারীতে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি
- উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
- ধুনটে কীটনাশকের অসতর্ক প্রয়োগে স্বাস্থ্য ঝুকিতে চাষি
- আবারও কমবে দেশের করপোরেট কর
- অর্থনীতি সচল রাখতে ঢেলে সাজানো হচ্ছে প্রণোদনা প্যাকেজ
- জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা
- ভাসানচর নিয়ে ইতিবাচক অবস্থান জাতিসংঘের
- করোনাকালে বিধিনিষেধের মধ্যেও এগিয়ে চলেছে মেট্রোরেলের কাজ
- আজ থেকে শুরু হলো ৮ গন্তব্যে বিমানের যাতায়াত
- চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল নির্মাণ করতে নতুন পরিকল্পনা
- চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় কভিড-১৯ হাসপাতাল
- ‘মুজিবনগর দিবস’ বাঙালি জাতির অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী
- বসুন্ধরার ৩১ কোটি টাকার হাসপাতাল উধাও, আসলেই সত্য নাকি গুজব!
- জামালপুরে এক অন্ধ ভিক্ষুকের পাশে দাড়িয়েছে মাই টিভি পরিবার
- জামালপুরে নিরাপদ দুরত্ব বজায় রেখে ভিজিডি চাল ও মাস্ক
- ভূঞাপুরে ফার্নিচার মিস্ত্রির লেখা ২০০ গান, চান প্রতিভার সুযোগ
- জামালপুরে লকডাউন বাস্তবায়নে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
- সখীপুরে খাস জমিতে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
- জামালপুরে ভূয়া ডিবি আটক
- উল্লাপাড়ায় ২ শতাধিক মানুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী উপহার
- ইসলামপুরে গ্রামীন জনপদে শহরের ছোঁয়া সন্ধ্যা নামতেই মেঠপথ আলোকিত
- গোয়ালের ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
- বকশীগঞ্জে ব্যারিস্টার সামির ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
- সারাদেশের ৩৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর `ঈদ উপহার`
- লকডাউনে কঠোর বাংলাদেশ পুলিশ
- সেবা পেতে রিটার্ন জমা স্লিপ বাধ্যতামূলক করা হচ্ছে
- তুমি বইলো হ্যাঁ আমি সব জানি: ফোনালাপে স্ত্রীকে মামুনুল
- বাংলাদেশ সেনাবাহিনীকে এক লাখ টিকা উপহার দিলেন ভারতীয় সেনাপ্রধান
- ওড়াকান্দিতে স্কুল বানিয়ে দেবে ভারত
- ১ বছর আগের ভিডিও লাইভ করছে বর্তমানের দাবি করে:দিশেহারা হেফাজত
- করোনায় ৫৭২ কোটি টাকা পাবেন কর্মহীনরা
- ঈদুল ফিতরে ১ কোটি ১০ হাজার পরিবারকে সহায়তা দেবে সরকার
- এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ বাংলাদেশের
- বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের কৃতিত্ব শেখ হাসিনার: ডিপ্লোম্যাট
- করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ১৮ দফা নির্দেশনা
- জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক পরার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
- আজ ২৫ মার্চ, বাঙালি নিধন মহাযজ্ঞের কালো রাত্রী
- করোনার টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা দেবে এডিবি
- রমযান ও ঈদে চট্টগ্রামের ৩ লাখ পরিবার পাবে নগদ অর্থ সহায়তা
- ‘৭১এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললেন সাবেক রাষ্ট্রদূত
- বঙ্গবন্ধুর গান্ধী শান্তি পুরস্কার গ্রহন করলেন শেখ রেহানা
- মেগা প্রকল্পে বদলাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল
- বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়: হুন সেন
- সারাদেশের সোয়া কোটি পরিবার পাবে খাদ্য সহায়তা
- “বঙ্গবন্ধুর ‘সোনার বাংলার’ স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা”
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
