• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলের আতিলা বিলে মাছ ধরা উৎসব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের বাসাইলে মাছ উৎসব পালিত হয়েছে। আজ শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার কাউলজানী চকপাড়ায় আতিলা বিলে এ উৎসবের আয়োজন করা হয়।
 
স্থানীয়রা জানান, উপজেলার নিরাইল বিল, বার্থা, নুন্ধা, কাতিল, আতিলা, ডুবাইল বিল উপজেলার কয়েকটি বিলে প্রতি বছর মাছ ধরা উৎসব পালন করা হয়।
 
আতিলা বিলের মাছ ধরা উৎসবে বাসাইল ছাড়াও জেলার সখীপুর ও কালিহাতীসহ বিভিন্ন উপজেলার শত শত লোক পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে হাজির হন।

উৎসবে অনেকেই বোয়াল, মিনার কাপ ও শোলসহ দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ শিকার করেন।

মাছ ধরতে আসা সখীপুরের কচুয়া গ্রামের মফিজ উদ্দিন বলেন, ‘আমি প্রতি বছরের মতো এবারও মাছ ধরতে এসেছি। আমার পূর্বপুরুষ থেকে এ উৎসবে অংশ নিয়ে আসছে। বেশকিছু মাছ ধরেছি। এভাবে মাছ ধরার মাঝে একটা আনন্দ রয়েছে।’

মাছ ধরতে আসা খলিলুর রহমান বলেন, প্রতি বছর এমন উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রথমে উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। পরে হাট-বাজারে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। পরে নির্ধারিত তারিখে সবাই ওই বিলে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল