• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বকশীগঞ্জে বীজ ও সার বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে খরিফ-১/২১-২২ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১২ এপ্রিল দুপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নূরুল আমিন ফোরকান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল