• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ জুন ২০২১  

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান শনিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

পরে তিনি মহামারী করোনাভাইরাস এর কারণে সীমিত পরিসরে স্থানীয় প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত ও প্রাণিসম্পদ খামারি এবং ডেইরি ফার্ম মালিকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ৪০ টি স্টল ঘুরে দেখেন।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসাইনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সোহেল রানা, নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জাফরুল হাসান রিপন সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল