• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

নবীনবেসে : মো. ফরিদুল ইসলাম (ফরিদ)

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১  

তুমি দিয়েছিলে ডাক হইনি স্ব-জাগ 

ছিলাম আমি নিস্তব্ধ ঘুমন্ত, 

গিয়াছো চলে আমাকে ভুলে 

শরীরটা ছিলো তখন ক্লান্ত। 

 

ডাকিতেছি তোমায় এই নিরবতার সময় 

শান্ত মনে লোকালয়ের স্তরে,

যাহা ছিলো আশা করিয়া পুরণ 

আছো বুঝি তুমি গোসসা করে।

 

ডাকিতেছি আমি বারে বারে 

এসো তুমি আবার ফিরে, 

দেখ কত লোকজন পুষ্প হাতে 

তোমায় নেবে আজ বরণ করে। 

 

একি! তুমি বলছোনা কথা আসছোনা ফিরে 

আছো কি তবে অভিমান করে? 

কেনই তুমি গেলে চলে 

এজীবনটাকে শূন্য করে?

 

আসবেনা যদি এ সংসারে 

তবে কেন? আমার দাবি পুরণ করে, 

আমার পাওনা আদায় করে 

গেলে তুমি অন্তঃপুরে।

 

প্রথম যেদিন দিয়েছিলে ডাক 

বায়ান্নের সেই একুশে, 

গভীর ঘুমে মগ্নছিলাম

মাতৃত্বের অভ্যন্তরীণ দেশে। 

 

আবারও তুমি দিয়েছিলে ডাক

একাত্তরের সেই রাতে, 

তবু্ও সেদিন পাইনি স্বজাগ

তুমি ডাকার সাথে সাথে। 

 

হয়তো সেদিন আমার ভুলই ছিলো 

ছিলাম না আমি জাগ্রত, 

আজকে আমায় ডেকে দেখো 

আজ আমি নবীন হয়ে আগত।

 

স্মরণ করছি এই একুশে 

থাকবোনা আর ঘরে বসে, 

তোমরা যেথায় ডাক দিয়েছো 

সেথায় যাবো নবীনবেসে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল