• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধুনটে স্বাধীনতা দিবস পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন,মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। 

 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্ত¡রে দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, মুক্তিযোদ্ধা আবু ওহাব, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী প্রমুখ।

 

এর আগে সূর্যদয়ের সাথে ধুনট থানা চত্ত¡রে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। দুপুরের দিকে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল