• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টিকা গ্রহণে জনগনের আগ্রহ বেড়েছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

টিকা নেয়ার পর সুস্থতায় বেড়েছে মানুষের আগ্রহ। এ কারণে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে টিকাকেন্দ্রগুলোয় সকাল থেকে চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। আগের দু'দিন যে সব কেন্দ্রে ছিল কয়েকশ' মানুষ সেখানে আজ কয়েক হাজার মানুষের ভিড়।

করোনা টিকা নিতে ক্রমেই বাড়ছে মানুষের আগ্রহ। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন হাজারো মানুষ। ভিড় সামাল দিতে আলাদা ৫টি বুথ খুলে দেয়া হয় টিকা। ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ বিভিন্ন জেলায়ও চোখে পড়েছে একই চিত্র।

টিকা গ্রহণকারী কয়েকজন জানান, ভোটার আইডি কার্ড নিয়ে রেজিস্ট্রশন করে সরাসরি টিকা নিয়েছি। কোন সমস্যা হয়নি। আমরা ভালো আছি। কোন সমস্যা হয়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর সুস্থ আছেন সবাই। সে কারণে আস্থা বেড়েছে সাধারণ মানুষের। তৃতীয় দিনে তাই প্রতিটি কেন্দ্রে বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বলেন, টিকা নেয়ার সংখ্যা বেড়েছে। এ জন্য আমরা বুথ বাড়িয়েছি। টিকা দেয়ার পর প্রত্যেককে ৩০ মিনিট করে পর্যবেক্ষণ রাখা হয়েছে।

প্রথম দিকে ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেয়া হলেও তৃতীয় দিনে সাধারণ মানুষই সমান সুযোগ পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলে নিবন্ধন করে তাৎক্ষণিক টিকা নিতে পারছেন বেশিরভাগ মানুষ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল