• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা ভাইরাস প্রতিরোধে ধনবাড়ী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

টাংগাইলের ধনবাড়ীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হয়েছে ১০ দিনের বাধ্যতামূলক ছুটি। সব ধরনের গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা এবং দোকানপাট বন্ধ থাকায় এখন কার্যত নিস্তব্ধ টাঙ্গাইলের ধনবাড়ী।

সরকারি নির্দেশনা মেনে স্বল্প ও দূর পাল্লার কোন যাত্রীবাহী বাস ধনবাড়ীতে চলাচল করছে না। এদিকে ধনবাড়ী মেইন রোড, বাজার রোডের সকল দোকানপাট বন্ধ রয়েছে।

গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকায় বুধবার থেকেই সড়কে গণপরিবহন কম দেখা যায়। লোকজনও খুব কম দেখা গেছে সড়কে। তারা বাসা বাড়িতেই অবস্থান নিয়ে আছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ধনবাড়ী সড়কে দু-চারটি মোটরসাইকল দেখা গেছে। জরুরি সেবার যান ও মালবাহী ট্রাকও খুব একটা দেখা যায়নি। বিভিন্ন স্পটে আইনশৃংখলাবাহিনী সড়কে অবস্থান নিয়ে আছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন ‍পুলিশ সদস্যরা। জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন?

সামাজিক দূরত্ব তদারকিতে সক্রিয় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল