• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

উত্তাল মার্চ - আশরাফ উজ্জামান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

এসো হে তরুন, এসো রে যুবক,
এসো হে শ্রমিক-মজুর, এসো কামার-কুমার-কৃষক।

 

আমরা অন্ন চাই,
আমরা বস্ত্র চাই,
চাই বাঁচার অধিকার-
আমাদের এ ন্যায্য দাবিতে হতে হবে আজ সোচ্চার;
এসো বাঙালি ভাই এসো রে-
দেখি বাংলার বুকে কী করে-
দুঃশাসনের বিষ বৃক্ষটা বসে যে শেকড় গেড়ে।

 

এসো হে দামাল, ওরে উতলা
মুক্তির আবহে প্রাণ চঞ্চলা,
এসো হে স্বাধীন পতাকায়-
মুক্তির পিয়াসে নব উত্তাপে জ্বলি সংগ্রামী চেতনায়;

 

স্বাধীনতার স্বপ্ন প্লাবনে 
“জয় বাংলা” “জয় বাংলা” শ্লোগানে 
এনেছে আজ মুক্তির বারতা।
এসো হে স্বাধীন চেতা-
আজ প্রতিবাদ ঝড়ে
প্রতিরোধ গড়ে
বাংলার মাটি থেকে
শেকড় সহ উপড়ে ফেলি-রে শোষনের বিষ বৃক্ষে।

 

সারা জাগানো প্রাণের স্পন্দনে 
স্বর তুলে সেই স্বাধীকার আন্দোলনে-
বেজে উঠে সুর মুক্তির তোরে-
গুন গুন করে আচানক জোরে
আকাশে-বাতাসে কণ্ঠিত হলে মুক্তির আবাহন-
স্বাধীনতার শত্রুরা গড়ে জুলুম-নির্যাতন;

 

ওরা মুক্তিকামী কণ্ঠস্বরে-
গলা টিপে টিপে হত্যা করে,
মেশিন গানের তপ্ত শিসায়
ভয়ংকর এক গণহত্যায়
সংগ্রামী মনে মৃত্যুর ভয় জাগাতে,
পাষন্ড সব, পশুর তান্ডবে মেতে উঠে এক রাতে।
ওরা এতটাই নিচু মনা-
সে দিন কোমলমতি শিশু কেউ ওরা 
করে নাই কোন ক্ষমা।

 

ঘরে ঘরে ওরা অভিযান চালে 
ধরে ধরে করে নির্যাতন,
বাড়ি-ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে 
লুটে নিয়ে যায় যত ধন।
ওরা নির্মম, ওরা জল্লাদ, 
ওরা নির্বিচারে হত্যা যজ্ঞ চালিয়ে যায়
ওরা বর্বর, নারি লিপ্সুতা জ্বালাময় এক অধ্যায়।
ওরা এতটাই নিলাজ,
সে দেখেছেন রাজাধীরাজ
বাংলার বুকে বাঙালি নিধন, 
ওরা বাংলাকে করে উপহাস,
ছিঃ-ধিক্কার, ছিঃ-ধিক্কার, 
আজ নিন্দীত ঐ ইতিহাস
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল